📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাড়ির লক্ষ্মীপুজোয় আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে ব্যানার টাঙালেন অপরূপা পোদ্দার। তারপরেই আচার মেনে হল পুজো।
আরামবাগের বাড়িতেই বৃহস্পতিবার লক্ষ্মীপূজো করলেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।অপরূপার স্বামী সাকির আলি রিষড়া পুরসভার তৃণমূলের কাউন্সিলর। প্রতিবছরের মতোই এবারও সাকির ও অপরূপা তাঁদের দুই সন্তানকে নিয়ে লক্ষ্মী পুজোর আয়োজন করেন। সেই পুজোতেই লক্ষ্মী প্রতিমার উপরে টাঙানো হয় ব্যানার। তাতে উই ওয়ান্ট জাস্টিস লিখে আরজি করের নির্যাতিতার জন্য বিচার চাওয়া হয়।
পাশাপাশি দেবী লক্ষ্মীর কাছে চিকিৎসকদের সুবুদ্ধি দেওয়ারও আবেদন জানিয়েছেন অপরূপা। তিনি বলেন, “চিকিৎসককে ভগবানের আরেক রূপ হিসেবে ধরা হয়। সেখানে রোগীদের যাতে কোনও অসুবিধা না হয় সেটা চিকিৎসকদেরই দেখা প্রয়োজন।” বন্যা বিধ্বস্ত ঘাটাল সহ আরামবাগ খানাকুল গোঘাট এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানান প্রাক্তন সাংসদ। অপরূপার স্বামী সাকির আলি জানান, প্রতিবছরই সপরিবারে মা লক্ষ্মীর আরাধনা করেন তিনি। এবারে সেই পুজোতেই আরজি করে নির্যাতিতার বিচার চেয়েছেন তাঁরা।