📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নভেম্বর মাসেই বিরাট পরীক্ষার সামনে পড়তে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ পশ্চিমবঙ্গের ৬টি আসনে বিধানসভার উপনির্বাচন হতে চলেছে। মঙ্গলবারই তার নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আরজি কর কাণ্ডের পর এই প্রথম রাজ্যে কোনও ভোট হতে চলেছে। তবে তৃণমূল নেতা কুণাল ঘোষ বিষয়টি নিয়ে একদমই বিচলিত নন। বরং তিনি এখনই ভবিষ্যদ্বাণী করে দিলেন এই নির্বাচন নিয়ে।
গত ৯ অগস্টের ঘটনার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে আন্দোলন চলছে। আরজি করের ইস্যু সারা দেশে প্রভাব ফেলেছে। তৃণমূল সরকার এবং পুলিশের ওপর মানুষের ক্ষোভ দেখা যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে বাংলার ৬টি আসনে ভোট হতে চলেছে আগামী ১৩ নভেম্বর। তৃণমূল নেতা কুণাল ঘোষের কথায়, এই ভোটে আরজি কর ইস্যুর কোনও প্রভাব পড়বে না। বরং তৃণমূল হবে ‘ক্লিন উইনার’। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি পাল্টা খোঁচা দিয়েছেন সিপিএমকে।
”যারা ইদানিং মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে লাফাচ্ছে, সেই সিপিএম, লিখে রাখুন, ৬টাতেই আবার তৃতীয় বা চতুর্থ।” এমনই দাবি করে বামফ্রন্টকে খোঁচা দিয়েছেন তিনি। কুণাল বলছেন, সিপিএম ছ’টা ‘০’ পাবে! প্রত্যেকটি আসনে জিতবে তৃণমূলই। এই পোস্ট করে তৃণমূল বিরোধীদের শকুনের সঙ্গেও তুলনা করেছেন কুণাল। প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, মেদিনীপুর, বাঁকুড়া জেলার তালড্যাংরা, কোচবিহারের সিতাই এবং আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে ভোট হতে চলেছে।