শুক্লা চতুর্দশীতে তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষ্যে শক্তির আরাধনা


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুক্লা চতুর্দশীতে তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষ্যে শক্তির আরাধনা। দিনভর বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। তারা মায়ের আবির্ভাব তিথিতে মন্দিরে পুণ্যার্থীদের ভিড়। এদিন ভোরে মঙ্গলারতির পর শীতল ভোগ নিবেদন করে তারা মাকে গর্ভগৃহ থেকে এনে বিশ্রাম মঞ্চে বসানো হয়। সেখানে বিশেষ পুজো করে সন্ধেয় মা তারাকে নিয়ে যাওয়া হয় গর্ভগৃহে।সন্ধ্যারতির পর অন্নভোগ নিবেদন করা হয়। এদিন শ্মশানের দিকে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে বসেন তারা মা। কথিত আছে, তারা মায়ের বোন দেবী মৌলাক্ষী। এদিন দুই বোনের দেখা হয়। ঝাড়খণ্ডের মুলুটিতে মৌলাক্ষী মায়ের মন্দির পশ্চিমমুখী। তাই এদিন তারা মা পশ্চিমমুখী হয়ে বসেন। আবির্ভাব দিবসে কুণ্ড থেকে জল এনে মাকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। এর সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক কাহিনি। কথিত আছে, পাল রাজত্বের সময় সওদাগর জয় দত্ত স্বপ্নে তারা মায়ের নির্দেশ পান, চতুর্দশীতে শ্মশানের শ্বেত শিমুল গাছের তলায় পঞ্চমুণ্ডির আসনের নিচে মায়ের শিলামূর্তি আছে। সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। সেই উপলক্ষ্যে প্রতি বছর এই দিনে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়। 

error: Content is protected !!