চলতি বছর লক্ষ্মীপুজো হবে দু’দিন ধরে, কোন সময়ে দেবীর আরাধনা করবেন, জেনে নিন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দুর্গাপুজো শেষ । এবার অপেক্ষা শুরু দেবী লক্ষ্মীর। দুর্গাপুজো শেষ হতে না হতেই লক্ষ্মীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ঘরে ঘরে । বিজয়া দশমীর তিন-চারদিন পর দেবী লক্ষ্মী আসেন গৃহস্থের ঘরে । ওই দিন নিয়ম মেনে রাত জেগে দেবীর আরাধনা করে বাঙালি । তবে, জানেন কি এবছর লক্ষ্মীপুজো পড়েছে দুই দিন । পুজোর দিনক্ষণ ও শুভ সময়, জেনে নিন

চলতি বছর, ১৬ অক্টোবর পড়েছে কোজাগরী লক্ষ্মী পুজো । তবে, ১৭ অক্টোবরও পুজো করতে পারবেন । আসলে, বুধবার পূর্ণিমা লাগছে সন্ধে ৭টা ২৩ মিনিট নাগাদ । পূর্ণিমা তিথি থাকবে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৭ মিনিট পর্যন্ত । তাই, বুধবার সন্ধে সাড়ে সাতটার পরও পুজো করতে পারেন । আবার অনেকে বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে বিকেল ৫টার মধ্যে মায়ের আরাধনা করতে পারেন ।

‘কোজাগরী’ কথাটির অর্থ ‘কে জেগে আছ’? হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রতিটা পরিবার । রাতে যাঁরা জেগে দেবীর আরাধনা করেন, তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী । তাই অনেক জায়গায় রাত জেগে পুজো হয় দেবীর । আবার কোথাও রাত জেগে পুজো না হলেও, সারারাত বাড়িতে আলো জ্বেলে রাখার নিয়ম রয়েছে ।

দেবীকে ভোগ দেওয়ার নিয়মও একেক জায়গায় একএকরকম । পূর্ববঙ্গীয় বাঙালি পরিবারগুলিতে মা লক্ষ্মীকে আমিষ ভোগ দেওয়ার রীতি রয়েছে। বাঙাল বাড়িতে জোড়া ইলিশ দেওয়ার রীতি আছে । কিন্তু, তা বলে সব বাঙাল বাড়িতেই ক্ষেত্রে এনিয়ম প্রযোজ্য নয় । কোথাও আবার মাছের পাঁচ রকম পদও রান্না করা হয় । পশ্চিমবঙ্গীয় বহু পরিবারে খিচুড়ি, তরকারি, বা লুচি-সুজি ভোগ দেওয়ার নিয়ম আছে ।

error: Content is protected !!