📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোনারপুরের তালপুকুরে বিসর্জন চলাকালীন গুলি চলার অভিযোগ উঠল। ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার হয়েছে। যদিও গুলি চলেনি বলে দাবি করেছে সোনারপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, গতকাল রাতে তালপুকুর এলাকায় বিসর্জন চলাকালীন স্থানীয় বাসিন্দা দেবাশিস কয়াল ও হরেকৃ্ষ্ণ প্রামাণিকের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, ঝামেলার মধ্যেই হরেকৃষ্ণ বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে গুলি চালায়। সংঘর্ষে আহত হন দেবাশিস। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোনারপুরের বিসর্জন চলাকালীন চললো গুলি
