📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: RG কর কাণ্ডের জেরে অন্যরকম দুর্গাপুজো দেখল বাঙালি। একদিকে যখন চলছিল অষ্টমীর অঞ্জলি ঠিক তখনই ধর্মতলায় অনশন মঞ্চ থেকে উঠেছিল বিচারের দাবিতে স্লোগান। এই পরিস্থিতিতে মঙ্গলবার মা কার্নিভাল আয়োজন করেছে রাজ্য সরকার। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের তরফে আয়োজন করা হয়েছে দ্রোহের কার্নিভাল।
চিকিৎসকদের আন্দোলনকে যাঁরা সমর্থন করছেন তাঁদের দ্রোহের কার্নিভালে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। যদিও তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ দ্রোহ শব্দটিতে আপত্তি জানিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
কুণাল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, দ্রোহ শব্দটির আভিধানিক অর্থ অনিষ্ট, অপকার বা খারাপ। তারপরেই নেট নাগরিকদের উদ্দেশ্যে লিখেছেন, তাহলে দ্রোহের কার্নিভাল শব্দটির অর্থ বুঝে নিন।
যদিও কুণাল ঘোষের এই পোস্টের পর একের পর এক কটাক্ষ উড়ে এসেছে নেট নাগরিকদের কাছ থেকে। কেউ প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষের কি ঘুম আসছে না? সেই কারণে এই ধরনের পোস্ট করছেন তিনি? অনেকে আবার শুভনন্দন শব্দটির আভিধানিক অর্থ জানতে চেয়েছেন কুণাল ঘোষের কাছ থেকে।
তবে কুণাল ঘোষের পোস্টে শুধুই যে বিরূপ প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এমনটা নয়। অনেকেই লিখেছেন, মা কার্নিভালের জন্য বাংলার দুর্গাপুজো গোটা বিশ্বের কাছে সমাদৃত। এমনকি অনেকে রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।