📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দশম দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। সোমবার অনশন মঞ্চে অসুস্থ আরও এক অনশনকারী ডঃ তনয়া পাঁজা। তনয়া কলকাতা মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের সিনিয়র রেসিডেন্ট। অসুস্থতা বাড়লেও হাসপাতালে ভর্তি হতে চাইছেন না তনয়া, অনশন চালিয়ে যেতেই চাইছেন।
বসে থাকলে তো বটেই, শুয়ে থাকলেও ঘন ঘন মাথা ঘুরছে তনয়ার। অনশনরত অন্য ডাক্তারদের তুলনায় একটু বেশি-ই অসুস্থ তনয়া। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ করা স্বাস্থ্য পরীক্ষায় তনয়ার রক্তচাপ ছিল ৯৮/৭০। তাঁর নাড়ির গতি ৭৮ এবং ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ় (সিবিজি) ৬৩। সিবিজি ৬০-এর নীচে নেমে গেলে তা উদ্বেগের কারণ হতে পারে, জানিয়েছেন চিকিৎসকেরা।
আমরণ অনশনে বসা তনয়া আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত প্রথম থেকেই। শহরজুড়ে চলা চিকিৎসক এবং সাধারণ মানুষের একাধিক মিছিলে পা মিলিয়েছিলেন তনয়া। স্লোগান দিয়েছেন, গান গেয়েছেন জনসভায়।
রবিবার রাতে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন ডঃ পুলস্ত্য আচার্য। এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলস্ত্যকে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও বিপদ কাটেনি। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন ডঃ তনয়া পাঁজাও।