📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামীকাল রেড রোডের কার্নিভালকে কেন্দ্র করে যখন সাজো সাজো রব, অন্য দিকে তখন দ্রোহর কার্নিভালের ডাক দিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের কার্নিভালকে উপেক্ষা করার ডাক দিয়েছেন। এবার কার্নিভাল বর্জনের ডাক দিয়ে মশাল হাতে রাজপথে ঝড় তুলতে চলেছে নাগরিক সমাজ। ১৫ অক্টোবর সচেতন নাগরিক সমাজের ডাকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বর্জন কার্নিভালের বার্তাকে সামনে রেখে মশাল পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। বিকেল ৪ টেয় শুরু হবে এই মশাল মিছিল।
আগামীকাল সচেতন নাগরিক সমাজের ডাকে ‘বর্জন কার্নিভাল’
