ডার্বির ঢাকে কাঠি, দশমী পেরিয়ে প্রস্তুতি শুরু মলিনার বাগানে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দেবীপক্ষের শুরুতে কলকাতার মাঠে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম মিনি ডার্বি জিতে সমর্থকদের শারদ শুভেচ্ছা জানিয়েছিলেন মোহনবাগান সুপার জায়েন্ট কোচ হোসে মলিনা। আগামী শনিবার ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ডার্বি। এবার সেই ম্যাচ জিতে সবুজ-মেরুন সমর্থকদের শুভ বিজয়া জানাতে চান বাগানের স্প্যানিশ কোচ। তাই, পুজো মিটতেই মাঠে ফিরল চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তালিকায় চার নম্বরে থাকা মোহনবাগান সুপার জায়েন্ট।

গতবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে ড্র। দ্বিতীয় ম্যাচে ডুরান্ড কাপ ফাইনালের বদলা নিয়ে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়। তৃতীয় ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে হার। আবার গত ৫ অক্টোবর আইএসএলের মিনি ডার্বি জিতে ফের আত্মবিশ্বাস ফিরে পাওয়া। ভারতের সবচেয়ে বড় ফুটবল লিগের নাগরদোলায় এটাই অবস্থান কলকাতার এই ক্লাবের।

সম্প্রতি মিনি ডার্বি জয়ের পর বাগান কোচ হোসে মলিনা জানিয়েছিলেন, ধীরে ধীরে তাঁর দল ঠিক পথে এগিয়ে যাচ্ছে। তিনি আশা করছেন, পরবর্তী ম্যাচ গুলিতে অন্য মোহনবাগান সুপার জায়েন্টকে দেখা যাবে। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মলিনার ছক প্রশংসিত হয়েছে। অনেক প্রাক্তনই দাবি করেছেন, এটাই বাগানের প্রথম একাদশ হওয়া উচিত।

পুজোর ছুটি ছিল তিনদিন। তার মধ্যে রিহ্যাব করেছেন তিন ফুটবলার। আশিক কুরিনিয়ান, সাহাল আবদুল সামাদ এবং আলবার্তোকে রিহ্যাব করিয়ে সুস্থ করার চেষ্টা চলছে। এই তিন জনের মধ্যে স্প্যানিশ আলবার্তোর দিকেই তাকিয়ে বাগান সমর্থকরা। কারণ, তিনিই এখন বাগানের ডিফেন্সের মূল স্তম্ভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *