একদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তন! কী বলল হাওয়া অফিস


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: খাতায়-কলমে বর্ষা বিদায় নেওয়ার সময় এটা। কিন্তু আপাতত বৃষ্টি বন্ধ হচ্ছে না! আবহাওয়া দফতরের পূর্বাভাস, নতুন করে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। মঙ্গলবার থেকেই ফের ভাসতে পারে একাধিক জেলা। তবে এই বৃষ্টি কতদিন স্থায়ী হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। রবিবারই বর্ষা বিদায় নিয়েছে বাংলা থেকে। তবে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।

error: Content is protected !!