৩ মাসের মধ্যে কুলতলীর দোষীর ফাঁসির আশ্বাস মুখ্যমন্ত্রীর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কুলতলীতে টিউশন ফেরত নাবালিকা চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুর বডিগার্ড লাইনে দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি মনে করেন পুলিশ দোষীর ফাঁসি তিন মাসের মধ্যে সুনিশ্চিত করতে পারবে।
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের এখানে তিনটি ফাঁসির অর্ডার হয়েছে। কুলতলির ঘটনাও পুলিশ পকসো করে ফাঁসির অর্ডার তিন মাসের মধ্যে নিশ্চিত করবে। অপরাধীর কোনও ধর্ম, বর্ণ, জাতি হয় না। যে ক্রাইম করবে স্ট্রং অ্যাকশন হবে। যাঁরা রাস্তায় আন্দোলন করছেন, আরও বেশি করে করুন। এতে আমাদের শক্তি বাড়ে। আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। কিন্তু এখানে দু-একটা ঘটনা ঘটলে বাংলায় চিৎকার, চেঁচামেচি, হাহাকার বেশি হয়। করা উচিত, অধিকার আছে। তবে অন্য রাজ্যে একইরকমের ঘটনা ঘটলে তাঁরা মুখে লিউকোপ্লাস্টার লাগিয়ে থাকেন।

error: Content is protected !!