📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আর জি করের ঘটনায় উত্তাল গোটা দেশ। সেই ঘটনার সুবিচার এখনো হল না এরই মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার ঘটে চলেছে ধর্ষণ, নির্যাতন চালিয়ে খুন, শ্লীলতাহানির মতো একের পর এক ঘটনা। এবার রাজ্যকে তুলোধনা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। তাঁর বক্তব্য, “আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সব কিছু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, তাতে রাজ্যে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা বার বার করে ঘটছে। সরকারের বোঝা উচিত, সঠিক সময়ে পদক্ষেপ করলে অনেক কিছু রক্ষা পায়।”
পর পর ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যপাল আরও বলেন, “সময় মতো ব্যবস্থা না নেওয়াতেই ধর্ষণের ঘটনা বাড়ছে। এই জঘন্য অপরাধীদের জন্য কড়া পদক্ষেপ জরুরি। না হলে মনে হবে রাজ্য ধর্ষণ ও হিংসাকে উৎসাহ দিচ্ছে। এটা কোনও কৃতিত্বের ব্য়াপার নয়। সরকারের বোঝার এটাই সেরা সময় যে, প্রতিকারের থেকে প্রতিরোধ ভাল। বর্তমান সরকারের আমলে বাংলায় হিংসার কোনও প্রতিকার নেই বলে মনে হচ্ছে। অদ্ভুত ব্য়াপার।”
বেড়েই চলেছে নারী নির্যাতন, রাজ্যকে তুলোধনা বোসের
