পুজোয় কিউআর কোড স্ক্যান করলেই মিলবে মেট্রোর টিকিট, বিশেষ ঘোষণা রেল কর্তৃপক্ষের

📝শুভদীপ রায় চৌধুরী , Todays Story: কলকাতার দুর্গাপুজো মানেই শহরের রাজপথে মানুষের ঢল। অলিগলি হোক কি পাতালপথ, সর্বত্রই ভিড়। আর এই সময় বিভিন্ন টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন। বিশেষ করে কলকাতা মেট্রোয় যাত্রীর সংখ্যা পুজোর সময় প্রচুর বেড়ে যায়। মেট্রো স্টেশনের আশপাশে বিখ্যাত পুজোর কারণেই ভিড় তো বাড়বেই। তাই চলতি বছর পুজোয় এই লাইন দিয়ে টিকিট কাটার ঝক্কি থেকে আমজনতাকে মুক্তি দিচ্ছে কলকাতা মেট্রো।সুখবর শুনিয়ে রেল কর্তৃপক্ষের ঘোষণা, কিউআর কোড স্ক্যান করেই এবার নিজেদের টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
প্রসঙ্গত, আগামী সপ্তাহেই কলকাতার রাজপথে ঢল নামবে। পথের দুধারে শুধুই পুজোপ্রেমীদের ছবি ধরা পড়বে। মেট্রো স্টেশনগুলির বাইরেও থিকথিক করা ভিড়। তবে এবার আর লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার সময় নষ্ট করতে হবে না। কারণ, কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সেই সুবিধা আনছে। শনিবার বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, হাতে হাতে টিকিট বা টোকেন নয়। স্মার্ট কার্ড না থাকলে সোজা কিউআর কোড স্ক্যান করে নিজের যাত্রার টিকিট জোগাড় করে ফেলুন আর নিশ্চিন্তে মেট্রো সফর করুন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিভিন্ন মেট্রো স্টেশনে এর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। স্টেশনে প্রবেশের মুখে লাগেজ স্ক্যানারের কাছাকাছি থাকবে এই বিশেষ মেশিন, যেখানে কিউআর কোড দিয়ে স্ক্যান করা যাবে।
এ বিষয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মোট ২৩টি এ ধরনের মেশিন থাকবে। এই সুবিধা পাওয়া যাবে হাওড়া ময়দান ও হাওড়া স্টেশনে। এর পাশাপাশি, দক্ষিণেশ্বর, দমদম, বেলগাছিয়া, শোভাবাজার-সুতানুটি, এসপ্ল্যানেড, রবীন্দ্রসদন, যতীন দাস পার্ক এবং কালীঘাটেও পাওয়া যাবে কিউআর কোডের সুবিধা। যাত্রীদের সাহায্য করার জন্য সর্বক্ষণ স্টেশনে টহল দেবেন রেল কর্মীরা। এভাবেই দুর্গাপুজোর কয়েকটা দিন নির্বিঘ্নে যাত্রীদের সফরের ব্যবস্থা করছে কলকাতা মেট্রো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *