📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সরকারি হাসপাতালে টেস্ট টিউব বেবির জন্ম! বিষয়টি শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি। এই নজির গড়ল SSKM হাসপাতাল। প্রসঙ্গত, আড়াই বছর আগে কলকাতার এসএসকেএম হাসপাতালে টেস্ট টিউব বেবি সেন্টার চালু হয় ৷ এই সেন্টারের অধীনে ৩৬টি আইভিএফ প্রক্রিয়া শুরু করা হয়েছিল। যা সফল হলে মোট ৩৬টি শিশুর জন্ম হবে। সেই প্রক্রিয়ারই অন্তর্গত প্রথম মানব শিশুর জন্ম হল। মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
বেসরকারি হাসপাতালে টেস্ট টিউব বেবির জন্ম আজকালকার দিনে নতুন কিছু নয়। কিন্তু, তার জন্য় লক্ষ-লক্ষ টাকা খরচ করতে হয়। সেখানে শুক্রবার এসএসকেএম হাসপাতালে ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতির মাধ্যমে যে শিশুর জন্ম হয়েছে, তার জন্য প্রসূতির পরিবারকে এক টাকাও খরচ করতে হয়নি। শুক্রবার এসএসকেএম-এ যে টেস্ট টিউব বেবির জন্ম হয়েছে, তার নেপথ্যে মূল দায়িত্ব ছিল এই ডা. সুদর্শন ঘোষ দস্তিদারেরই উপর। সেই দায়িত্ব তাঁকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যে এই প্রথম কোনও সরকারি হাসপাতালে এবং সম্পূর্ণ বিনামূল্যে এই প্রক্রিয়া সারা হল। যা সারা দেশেও এক বিরলতম ঘটনা।
SSKM এর মুকুটে নতুন পালক, সরকারি হাসপাতালে জন্ম টেস্ট টিউব বেবির
