📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দেওয়া নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গা-ছাড়া মনোভাবে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। এহেন আচরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত।শুক্রবার এই প্রসঙ্গে জারি করা নির্দেশিকায় আদালতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, দেশের প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার তথা প্রশাসনকে আগামী ছয় সপ্তাহের মধ্য়েই স্থানীয় পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দিতে হবে।
সংশ্লিষ্ট সচিব এবং গণবণ্টন বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিককেই এই দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় তাঁকে ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা দিতে হবে।
শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য ওঠে। আবেদনকারীদের বক্তব্য শুনে এবং সবদিক খতিয়ে দেখে বেঞ্চের তরফে কঠোর নির্দেশিকা জারি করা হয়।
আদালত বলে, ‘রেশন কার্ড ইস্যু করতে কত সময় লাগে! আমরা আপনাদের শেষবারের মতো সুযোগ দিচ্ছি, এই কাজ সম্পন্ন করার। তা না হলে আপনাদের সচিবদের আদালতে এসে হাজিরা দিতে হবে।’
এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৯ নভেম্বর। সেই প্রেক্ষিতে বেঞ্চের তরফে বলা হয়, ‘আমরা আর ধৈর্য ধরে রাখতে পারছি না। আমাদের লক্ষ্য হল, গরিব মানুষের হাতে রেশন তুলে দেওয়া। আমরা একেবারে স্পষ্টভাবে জানাচ্ছি, এই বিষয়ে আর কোনও অবহেলা বরদাস্ত করা হবে না।’