📝শুভদীপ রায় চৌধুরী, Todays Story: শারদোৎসবের মরশুমেও অশান্তি থামছে না ওপার বাংলায়। নানান ঘটনায় রীতিমত আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। যার জেরে দুর্গাপুজোর প্রাক্কালে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশের হিন্দুরা। হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের সময় সে দেশে জঙ্গি হামলা থেকে শুরু করে নানান নাশকতামূলক কর্মকাণ্ডের হুমকি রয়েছে মুসলিম সংগঠনের তরফ থেকে। আর এই আবহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে হিন্দুদের সুরক্ষা নিয়ে বার্তা দিল ভারত সরকার। দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বিবৃতি দিয়ে জানান, ”বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমরা বারবার বার্তা দিয়েছি। আমাদের প্রত্যাশা এই যে, সব পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে। দুর্গাপুজোর সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তা ভালো হবে না। পুজো সকলের জন্য শুভ হোক।”
প্রসঙ্গত, চলতি বছর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে পালিত হতে চলেছে শারদোৎসব। মাস দুই আগেই গণ অভ্যুত্থানের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে সরেছেন শেখ হাসিনা। পতন ঘটেছে আওয়ামি লিগ সরকারের। এখন ক্ষমতায় ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর এখনই সক্রিয় জামাতের মতো কট্টরপন্থী সংগঠনগুলি। এই রাজনৈতিক পালাবদলের মধ্যেই দুর্গাপুজো নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ওপার বাংলায়। হাসিনার দেশত্যাগের পর থেকে নানা প্রান্তে নিপীড়নের শিকার হচ্ছেন হিন্দুরা। হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে মহিলাদের ওপর পাশবিক অত্যাচারের ছবি উঠে আসছে বাংলাদেশ থেকে। আর অভিযোগ যে, নতুন সরকারে সংখ্যালঘুদের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে।
উল্লেখ্য, এবার মনে ভয় নিয়েই পুজোর প্রস্তুতি সারছেন বাংলাদেশের হিন্দুরা। ইতোমধ্যে দুর্গাপুজো নিয়ে নানান হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। এমনকী দুর্গাপুজো উপলক্ষে দেশের দক্ষিণের জেলা খুলনার দাকোপ উপজেলার ৫টি মন্দিরে ৫ লক্ষ টাকা চাঁদা চেয়ে উড়ো চিঠি পাঠানো হয় বলেও অভিযোগ। কিন্তু নির্বিঘ্নে উৎসব উদযাপনের আশ্বাস দিয়েছে ইউনুস সরকার। এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকার উৎসবের মরশুমে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বার্তা দিল। বিদেশমন্ত্রকের মুখপাত্রের সেই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।