📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বড়োপর্দায় মুক্তি পাবে বিক্রম চ্যাটার্জির নতুন ছবি “দূর্গাপুর জংশন”। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেতা বিক্রম চ্যাটার্জি কে। অন্যদিকে রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। কিন্তু ঠিক ছবি মুক্তির আগে আরো এক বড়ো চমক!
একসাথে দেখা গেল রকস্টার লুকে বিক্রম চ্যাটার্জি ও রুপম ইসলাম কে। মাইক্রোফোন হাতে রকমুডে দুজনকে একসাথে ক্যামেরার সামনে গান গাইছেন। ইতিমধ্যে গানটির শ্যুটিং শেষ হয়েছে। গানটির কম্পোজ করেছেন ত্রি মিউজিক। ববলাইবাহুল্য ” দুর্গাপুর জংশন” ছবিতে আরো এক চমক নিয়ে আসছে অভিনেতা বিক্রম চ্যাটার্জি। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। এর আগে পরিচালক অরিন্দম ভট্টাচার্য এর পরিচালনায় মুক্তি পেয়েছিল বাংলা ছবি “শিবপুর”।