নিজস্ব সংবাদদাতা, Todays Story: পুজোয় এবার বন্ধ থাকবে সোনাঝুরির হাট। পর্যটক ও বোলপুরবাসীর জন্য দুঃসংবাদ। মূলত ভিড় সামাল দিতে ও আইন-শৃঙ্খলা রক্ষায় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ-প্রশাসন। আর এই খবরে মাথায় হাত ব্যবসায়ীদের। ইতিমধ্যেই হাটের ব্যবসায়ীদের এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে আদিবাসী নৃত্য ও বাউল গানের আসর যথারীতি বসবে।
শান্তিনিকেতনে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ সোনাঝুরির হাট৷ পুজোতেও ভিড় হয় হাটে। আসলে এই সোনাঝুরির জঙ্গলেই হীরালিনী দুর্গোৎসব হয়৷ শৈল্পিক এই উৎসব বহু মানুষকে আকৃষ্ট করে৷ তার উপরে হাটের আকর্ষণ তো রয়েইছে। ভিড় বাড়তে থাকায় ট্র্যাফিক সামলাতে হিমশিম খেতে হয়। তাই এ বার আগেই হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘোষণা করা হয়েছে, পুজোর দিনগুলিতে সোনাঝুরির খোয়াই হাট বন্ধ রাখা হবে।