📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অবশেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। অন্যদিকে, সরকারকে ডেডলাইনও বেঁধে দিলেন তাঁরা। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের ১০ দফা দাবি পূরণ না হলে অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তাঁরা। ডোরিনা ক্রসিংয়ে লাগাতার কর্মসূচি চালানোর কথাও ঘোষণা করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।এদিন সন্ধ্যাতেই কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া কথা ছিল জুনিয়র ডাক্তারদের। কর্মবিরতি নিয়ে ঘরে বাইরে চাপের মুখে পড়েছেন তাঁরা। তাঁদের নিজেদের মধ্যে দ্বিমত আগে থেকেই ছিল। নতুন করে সিনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ চাইছেন, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুন। সেই মতামতকে মান্যতা দিয়েই কর্মবিরতি পথ থেকে আপাতত সরে এলেন জুনিয়র ডাক্তাররা।
তবে সরকারকে ডেডলাইনও বেঁধে দিলেন তাঁরা। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের ১০ দফা দাবি পূরণ না হলে অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তাঁরা। ডোরিনা ক্রসিংয়ে লাগাতার কর্মসূচি চালানোর কথাও ঘোষণা করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। শুক্রবার রাত ৮টার পর ডাক্তারদের পক্ষ থেকে বিষয়টি ঘোষণা করা হয়।
জুনিয়র ডাক্তারদের মিছিল এবং তা ঘিরে এ দিন সন্ধ্যায় তুমুল উত্তেজনা ছড়ায় ধর্মতলায়। স্বাভাবিকভাবেই ব্যাপক যানজটও তৈরি হয় এলাকায়। এসএসকেএম থেকে শুরু হওয়া জুনিয়র ডাক্তারদের মিছিল ধর্মতলায় পৌঁছলে মেট্রো চ্যানেলে অপেক্ষারত তাঁদের কয়েকজন সহকর্মী আন্দোলনকারীকে টেনে হিঁচড়ে সরানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে পড়েন জুনিয়র ডাক্তারেরা। কলকাতা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। দাবি, পুলিশকে ক্ষমা চাইতে হবে।