📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৯ আগস্ট আর জি কর হাসপাতালের সেমিনার রুমে যে বীভৎস ঘটনা ঘটে সে দিন ফোনে কার কার সঙ্গে কথা বলেছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ? এবার কল লিস্ট এল সিবিআইয়ের হাতে। গত ৯ অগস্ট তরুণী চিকিৎসকের খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই নাকি একাধিক ফোন করেছিলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসির কল লিস্ট আদালতে জমা দিয়ে এমনই দাবি করল সিবিআই। এই আবহে একাধিক নামজাদা চিকিৎসকের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রিপোর্টে দাবি করা হয়েছে, বহু নামকরা চিকিৎসককে ইতিমধ্যেই সিবিআই তলব করেছে কল লিস্টের সূত্র ঘরে। তদন্তের মোড় ঘোরানোর ক্ষেত্রে আরও সাক্ষীদের খোঁজ চালাচ্ছে সিবিআই। এদিকে যেসব প্রমাণ লোপাট হয়েছে সেগুলি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এই আবহে ধৃত সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের জেল হেফাজতের আবেদন করল সিবিআই।