বইপ্রেমীদের সুখবর দিল গিল্ড, ঘোষণা হয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ

📝শুভদীপ রায় চৌধুরী, Todays Story: আবারও শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে শুরু হবে এই বইমেলা, শেষ হবে ৯ ফেব্রুয়ারি। টানা ১২ দিন ধরে চলবে আন্তর্জাতিক বইয়ের উৎসব। করুণাময়ীর নির্দিষ্ট মেলা প্রাঙ্গণেই হবে বইমেলা। প্রতি বছরের মতো আগামী বছরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ জানুয়ারি এই মেলার উদ্বোধন করবেন। ফলে পুজোর মুখে বইপ্রেমীদের জন্য সুখবর শোনাল গিল্ড। ইতোমধ্যেই সমস্ত পাবলিশার্সদের এবং অন্যান্য স্টলের জন্য আবেদনের দিনও জানিয়ে দেওয়া হয়েছে গিল্ডের তরফে।
প্রসঙ্গত, এবার কলকাতা বইমেলার ৪৮ তম বর্ষ। আগেরবার নির্বাচনের কারণে বইমেলা সময় এগিয়ে আনা হয়েছিল। তবে এবছর তেমন আর হচ্ছে না। এ বিষয়ে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, “গত বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা তার সঙ্গে নির্বাচন ছিল বলে আমাদের সময় এগিয়ে আনা হয়েছিল। কিন্তু মূলত বইমেলা হয় জানুয়ারি মাসে শেষের দিকে। এবারও তাই হচ্ছে ২৮ জানুয়ারি থেকে বইমেলা শুরু হচ্ছে চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। রবিবার এবং ছুটির দিনগুলিতে খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত।”
উল্লেখ্য, গতবার ১৮ জানুয়ারি থেকে করুণাময়ীর মিলন মেলা প্রাঙ্গণে শুরু হয় আন্তর্জাতিক এই মেলা। শেষ হয়েছিল ৩১ জানুয়ারি। ১৪ দিনের মাথায় বিগ বেন বাজিয়ে পরিসমাপ্তি ঘটে আন্তর্জাতিক বইমেলার। গতবার বইমেলায় সমাগম হয়েছিল প্রায় ২৯ লক্ষ বইপ্রেমীর। কলকাতা বইমেলায় বই বিক্রি হয়েছিল ২৮ কোটি টাকার মতো। গতবছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি ছিল ব্রিটেন। এবছর কী হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে এবছর কলকাতা বইমেলায় বাংলাদেশ অংশ নেবে কিনা সেই নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে বইপ্রেমীদের মনে।

error: Content is protected !!