বাংলা ভাষাকে সর্বচ্চ সম্মান জানাল মোদী সরকার, খুশি মমতাও

📝শুভদীপ রায় চৌধুরী, Todays Story: এবার ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেল ‘বাংলা’। মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়ার পাশাপাশি বাংলাকেও ‘ক্ল্যাসিক্যাল’ ভাষার মর্যাদা দিল কেন্দ্রীয় এনডিএ মন্ত্রিসভা। বাংলা ভাষা প্রসঙ্গে বড় সিদ্ধান্ত মোদী সরকারের। এর ফলে এই তালিকায় জায়গায় পাওয়া ভাষার সংখ্যা গিয়ে দাঁড়াল ১১, আগে ছিল ৬। আগে এই তালিকায় ছিল তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়লাম এবং ওড়িয়া। তামিলকে ২০০৪ সালে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়। শেষ ২০১৪ সালে ওড়িয়া ভাষাও ধ্রুপদী ভাষার তকমা পায়।
প্রসঙ্গত, বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য আগেই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, সাহিত্য অ্যাকাডেমি নিয়ন্ত্রণাধীন Linguistics Experts Committee এর গত ২৫ জুলাইয়ের বৈঠকে সর্বসম্মতিক্রমে বাংলা-সহ মোট পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে তাতেই চূড়ান্ত সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। 
ইতোমধ্যে এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন নিজের এক্স হ্যান্ডলে পোস্টে লিখছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অবশেষে ভারত সরকার বাংলাকে একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। সংস্কৃতি মন্ত্রকের কাছে আমরা এর জন্য একাধিকবার দরবার করেছিলাম। কেন আমরা এই দাবি করেছিলাম তার সপক্ষে একাধিক গবেষণাপত্রও জমা দিয়েছিলাম। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সররকার এদিন সন্ধ্যায় আমাদের প্রস্তাবে সাড়া দিয়েছে। আমাদের গবেষণাকে স্বীকৃতি দিয়েছে।’

error: Content is protected !!