📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: টানা বৃষ্টিতে একের পর এক বিপত্তি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির জেরে অসহায় মানুষ। তার ওপর বাড়ছে নদীগুলির জলস্তর। পাহাড়ে নামছে ধস। বিচ্ছিন্ন যোগাযোগ মাধ্যম। এদিকে উৎসবের মরশুমে পাহাড়প্রেমীদের মন খারাপ ধসের ঘটনায়। পর্যটন শিল্পেও ভাটার আশঙ্কা।
বুধবার রাতেও পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমেছে। ধসে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের।
বুধবার রাতভর বৃষ্টি হয়েছে দার্জিলিং পাহাড়ে। যার জেরে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। সিংটামের কাছে ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের বাড়ি সুখিয়ার বুজুয়া এলাকায়। রঘুরীর রাই (৭৮) নামে ওই বৃদ্ধের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে প্রশাসন।
এছাড়া বুধবার রাতে দার্জিলিং রক গার্ডেন যাওয়ার রাস্তায় ধস নামে। যার ফলে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা সারাইয়ের কাজ শুরু করেছে প্রশসান। তবে এখনই মিলছে না রেহাই। ঘূর্ণাবর্তের জেরে আরও কয়েকদিন বৃষ্টিপাত চলতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।