📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কিনা পথে নামল তৃণমূল কর্মীরা। তবে কি পুজোর মুখে গোষ্ঠী কোন্দল আরো চরমে উঠল? একের পর এক বিতর্কে জড়ানো হুমায়ুন কবীরের বিরুদ্ধে ক্ষুব্ধ দলের লোকেরাই। ‘গদ্দার’ বলে আক্রমণ করে ভরতপুরেই হুমায়ুনের বিরুদ্ধেই মিছিল অনুষ্ঠিত হল ! ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। যদিও, জেলা সভাপতির উস্কানিতেই মিছিল বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল বিধায়ক। কাল পাল্টা মিছিলের হুঁশিয়ারি দিয়ে তাঁর বক্তব্য, জেলা সভাপতিকে মানব না। বিধায়কের দাবি উড়িয়ে পাল্টা জেলা সভাপতি বলছেন, কিছুই জানা নেই।
হুমায়ুন কবীর বলেন, “ব্লক সভাপতি কী প্রোগ্রাম করেছেন, কুশপুত্তলিকা পুড়িয়েছেন বা আমরা বিরুদ্ধে বলেছেন…এনিয়ে আমি…ওই লেভেলের লোক না। আমি তাঁকে ব্লক সভাপতিও মানি না। আগামী কাল থেকে আমি অপূর্ব সরকারকে জেলা সভাপতিও মানব না, সেটা ঘোষণা করব। আমার ভরতপুরেই ঘোষণা করবেন আমার লোকরা। আমি কলকাতা যাব। আমার বিরুদ্ধে যেমন আজ করেছে…সম্পূর্ণ মদত অপূর্ব সরকার দিচ্ছেন। এই সাহসে করেছেন। আগামীকাল বিকাল ৪টের সময় ভরতপুরে কিষাণমাণ্ডির সামনে জমায়েত হবে। সেখানেও মিছিল বেরোবে।”
যদিও জেলা সভাপতি বলছেন, “কোথায় হয়েছে তা-ই জানি না। আমি মুখ্যমন্ত্রীর উদ্বোধন, ফ্লাড রিলিফ নিয়ে ব্যস্ত। এগুলো সম্পর্কে আমার কাছে কোনও খবর নেই।”