📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মহিলা তরুণ চিকিৎসককে নির্মম ভাবে নির্যাতন করে খুনের মামলার সুপ্রিম শুনানি চলছে। এরই মাঝে অপর এক মহিলা চিকিৎসককে গালিগালাজের অভিযোগে ফের সংবাদ শিরোনামে উঠে এল আর জি কর হাসপাতালের নাম। পাশাপাশি মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। থ্রেট কালচার থেকে নারী সুরক্ষা, আবারো প্রশ্নের মুখে আর জি কর।
বর্তমানে সিআইএসএফ আরজিকরের পাহারার দায়িত্বে রয়েছে। একেবারে কড়া পাহারা আরজি করে। তার মধ্যেই এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পুলিশ ঘটনার অভিযোগ পাওয়ার পরে তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, ভোর তিনটে নাগাদ এক যুবককে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল আরজি করে। দ্রুত মহিলা চিকিৎসক তাঁর চিকিৎসায় এগিয়ে আসেন। ওই যুবক বাইক দুর্ঘটনায় আহত হয়েছিলেন।এদিকে ওই যুবকের হাতে ইঞ্জেকশন দেওয়া হয়। কিন্তু ইঞ্জেকশন দেওয়ার সময় হাত দিয়ে রক্ত বেরিয়ে যায়। এর জেরে অন্য যে যুবকরা নিয়ে এসেছিলেন ওই আহতকে তারা ক্ষুব্ধ হয়ে যান। এরপর তারাই মহিলা চিকিৎসককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ। এমনকী তাঁকে হুমকিও দেওয়া হয়। পরে তারা হাসপাতাল থেকে চলে যান।