পুজোয় কোথাও রাতভর পরিষেবা, কোথাও মেট্রো বন্ধ! জেনে নিন সময় সূচি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাঙালির বছরভরের অপেক্ষা যে উৎসবের জন্য, সেই দুর্গা পুজো এসে গিয়েছে। পুজোয় রাত জেগে ঠাকুর দেখার চল কলকাতায়। পুজোর সময়ে মেট্রো পরিষেবা কতক্ষণ পাওয়া যাবে, তার দিকে তাকিয়ে থাকে কলকাতাবাসী। অবশেষে পুজোর কয়েকদিনের সময়সূচি প্রকাশ করল মেট্রো রেল। সপ্তমী থেকে নবমী রাতভর চালু থাকবে মেট্রো পরিষেবা।

কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠীতে মেট্রো চলবে ২৮৮টি। সপ্তমী থেকে নবমী চলবে ২৪৮টি ট্রেন। দশমীতে ১৭৪, একাদশীতে ১৩০টি পরিষেবা পাওয়া যাবে।

চতুর্থী পঞ্চমীতে কবি সুভাষ এবং দমদম থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫০ মিনিটে। ষষ্ঠীতে শেষ মেট্রো চলবে মধ্যরাত পর্যন্ত। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে সকাল ৭টা থেকে রাত পৌনে দশটা পর্যন্ত, জোকা থেকে মাঝেরহাট রুটে সকাল সাড়ে আটটা থেকে দুপুর ৩টে ৩৫ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। কবি সুভাষ থেকে রুবি মোড় রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রো।

সপ্তমী থেকে নবমী দুপুর ১টা থেকে শুরু হবে পরিষেবা। চলবে ভোর ৪ টে পর্যন্ত। ১২টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর চলবে প্রথম মেট্রো। দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো কবি সুভাষ থেকে মিলবে ভোর ৩টে ৪৮ মিনিটে।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে দুপুর ১:৩০ মিনিট থেকে রাত ১:৪৫ মিনিট পর্যন্ত ১২-১৫ মিনিট অন্তর চলবে মেট্রো। জোকা – মাঝেরহাট রুটে, কবি সুভাষ থেকে রুবি মোড় রুটে কোনও মেট্রো চলবে না।

দশমীতে দুপুর বারোটা থেকে রাত ১২টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। একাদশীতে সকাল ৯টা থেকে প্রথম পরিষেবা পাওয়া যাবে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে। শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে। দ্বাদশী এবং ত্রয়োদশীতে প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিট এবং শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪০ মিনিটে।