📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একদিকে কর্মবিরতির পথে আবারো হাঁটলেন জুনিয়র ডাক্তাররা, অন্যদিকে রাজ্য ও কলকাতা পুলিশে ফের বদল করা হল একগুচ্ছ আইপিএস। মহালয়ার ঠিক একদিন আগেই এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার হলেন আইপিএস দেবেন্দ্র কুমার সিং। যিনি আইজিপি ট্র্যাফিক পদে কর্মরত ছিলেন। আর আইজিপি ট্র্যাফিক হলেন আইপিএস গৌরব শর্মা। তিনি আবার স্পেশাল টাস্ক ফোর্সের আইজিপি পদে ছিলেন। তবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ডিআইজি পদমর্যাদার অফিসার তথাগত বসুকে পাঠানো হয়েছে পুলিশ ডায়রেক্টরেটে।
হাওড়া স্পেশাল রিজার্ভ পুলিশ থেকে স্পেশাল আর্মড পুলিশের সার্কেল অফিসার করা হলো আইপিএস পঙ্কজ কুমার দ্বিবেদীকে। আর আর্মড পুলিশের ডিসি আইপিএস মিস পুষ্পাকে পাঠানো হচ্ছে হাওড়ার স্পেশাল রিসার্ভ পুলিশে। কলকাতা পুলিশের কমব্যাট ব্র্যাঞ্চের ডিসি আইপিএস কুনওয়ার ভূষণ সিংকে যাচ্ছেন শিলিগুড়ি রিজার্ভ পুলিশে। এখন নতুন কলকাতার কমিশনার মনোজ ভার্মা। কলকাতা পুলিশের ডিসি (উত্তর) অভিষেক গুপ্তকে বদলি করে ইএফআরের সেকেন্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পদে পাঠানো হয়।