📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাত পেরলেই মহালয়া। দেবী পক্ষের শুরুর আগেই ঢাক বাজিয়ে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীভূমির পুজো দিয়েই উদ্বোধন শুরু হল। তবে পিতৃপক্ষে উদ্বোধন নিয়ে বিভিন্ন সময়ে বেধেছে বিতর্ক। তাই মুখ্যমন্ত্রী সোজা জানিয়ে দেন যে পুজো নয়, উৎসবের সূচনা করলেন তিনি। প্রতিমার উদ্বোধন তিনি করেননি।
শ্রীভূমির পুজো মানেই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। সে বিষয়ে গুরুত্ব দিয়ে মমতা বলেন, কারও যেন ফ্লাইট মিস না হয় সেটা উদ্যোক্তাদের দেখতে হবে।
সুজিত বসুকে পাশে নিয়ে উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, সবাই সুন্দর থাকুন। লাবণ্যে ভরা আপনাদের পুজো।…আগে মানুষের মতো মানুষ হোক। মানবিকতাকে প্রণাম। তিনি বলেন জয় মা দুর্গার জয়। জয় বাংলার জয়।
প্রসঙ্গত, এবার তিরুপতির বালাজি মন্দিরের আদলে তৈরি হয়েছে শ্রীভূমির পুজো। বিরাট মণ্ডপ। বেশ দৃষ্টিনন্দন মণ্ডপ।