📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। অসহায় স্থানীয়রা। বার বার এই বন্যা কে ম্যান মেড বলে আখ্যায়িত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ করেছেন তিনি। আর এরই মাঝে কয়েকটি রাজ্যে বন্যার দরুণ মোট ৬৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মোদী সরকারের তরফে। যদিও সেই তালিকায় নাম নেই বাংলার। এক্ষেত্রে তিনটি রাজ্য আর্থিক সাহায্য পেয়েছে নরেন্দ্র মোদীর সরকারের কাছ থেকে। এই তিনটি রাজ্য হল—গুজরাট, মণিপুর এবং ত্রিপুরা। এই তিনটিই ডবল ইঞ্জিন সরকারের রাজ্য। অর্থাৎ বিজেপি শাসিত। তাই তাঁরা কেন্দ্রের সাহায্য পেয়েছে বলে অভিযোগ তুলছে বিরোধী রাজ্যগুলি।
এই বিষয়টি নিয়ে একটি সোমবার একটি বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেখানো পথে অঙ্গীকারবদ্ধ বন্যা দুর্গত রাজ্যগুলিকে সাহায্য করতে।’
জানা যাচ্ছে, বিহার এবং বাংলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল শীঘ্রই আসবে। তাঁরা এসে সরেজমিনে ক্ষয়ক্ষতি দেখবেন। তারপর কেন্দ্রকে রিপোর্ট দেবে। ওই রিপোর্টের উপর ভিত্তি করে টাকা আসবে বিহার এবং বাংলায়।