গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা

📝শুভদীপ রায় চৌধুরী , Todays Story: হঠাৎই মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হলেন অভিনেতা গোবিন্দা। মুম্বাই পুলিস জানিয়েছে যে, বলি অভিনেতার নিজের রিভলভার দিয়েই পায়ে গুলি লাগে। রিভলভার পরিষ্কার করার সময় দুর্ঘটনাটি ঘটে এবং অভিনেতার পায়ে গুলি লাগে। সূত্রের খবর, অভিনেতাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, এএনআই সূত্রে খবর, মুম্বাই পুলিসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, অভিনেতা এবং শিবসেনা নেতা গোবিন্দা ১ অক্টোবর মঙ্গলবার সকালে দুর্ঘটনাক্রমে তাঁর নিজের রিভলভার থেকেই পায়ে গুলি লাগার পর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এর পাশাপাশি, গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানান, অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল। তিনি কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রিভলভারটা পরিষ্কার করে আলমারিতে রাখছিলেন। সেই সময় পিস্তলটি মাটিতে পড়ে যায়। তার হাঁটুর নিচে গুলি লেগেছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সূত্র মারফত জানা গিয়েছে, একটি অনুষ্ঠানের জন্য নিজের বাড়ি থেকে বের হচ্ছিলেন গোবিন্দা, সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা। তবে হাসপাতালে চিকিৎসার পর পা থেকে গুলি বের করা হয়। এখন অভিনেতার অবস্থা স্থিতিশীল বলেই খবর। রিপোর্ট অনুযায়ী, গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা বর্তমানে মুম্বাইয়ে নেই। গোবিন্দা গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েই তিনি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন।

error: Content is protected !!