পুজোয় বিদ্যুৎ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যে এবার নয়া বিদ্যুৎ কেন্দ্র! বিদ্যুতের ব্যাপক চাহিদা মেটাতে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মন্ত্রীসভা। আর সেই সিদ্ধান্তের কথা জানালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্ল্যান্টের অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যাট গড়ে তোলা হয়েছে। অল্প কয়লায় বেশি বিদ্যুৎ উৎপাদন হবে এই পাওয়ার প্ল্যান্টে। এছাড়াও চারটি বিদ্য়ুৎকেন্দ্র তৈরি হবে বাংলায়। তার মধ্যে একটি তৈরি হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সাগরদিঘি, বক্রেশ্বর, দুর্গাপুর, সাঁওতালডিহি, ব্যান্ডেল ও কোলাঘাটে সক্রিয় বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এই ৫টি পাওয়ার প্ল্যান্টের পাশাপাশি আরও চারটি পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে।

অরূপ বিশ্বাস বলেন, ‘‌পাওয়ার প্ল্যান তৈরি হবে ১৬০০ (৮০০+৮০০) মেগাওয়াটের। মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, গ্লোবাল টেন্ডারের মাধ্যমে বেসরকারি সংস্থা নির্বাচন করা হবে। তার সঙ্গে যৌথ উদ্যোগে (পিপিপি) এই পাওয়ার প্ল্যান্টের পরিকাঠামো তৈরি হবে। টেন্ডার হওয়ার পরে নির্বাচিত সংস্থা যেখানে চাইবে সেখানে বিদ্যুৎকেন্দ্রের জন্য জমি দেওয়া হবে।’‌

‘‌সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যাট’‌ নিয়ে বিদ্যুৎমন্ত্রীর বক্তব্য ‘‌রাজ্য সরকার সাগরদিঘিতে একটি নিজস্ব পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে। সেই বিদ্যুৎ কেন্দ্রের ৯৫ শতাংশ কাজ হয়ে গিয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট গোত্রের। এই ধরনের প্ল্যান্ট দেশের পূর্বাঞ্চলে এই প্রথম। এখানে সবটাই রাজ্যের অর্থে গড়ে উঠবে। কারও কোনও টাকা নেই। এটি সম্পন্ন হলে রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যেও বিদ্যুৎ বিক্রি করতে পারবে রাজ্য সরকার। তার জেরে রাজ্যের কোষাগারে ঢুকবে মোটা অঙ্কের টাকা। আগামী দিনে যাতে রাজ্যে বিদ্যুতের কোনও সমস্যা না হয়, সেটা মাথায় রেখেই বিদ্যুৎকেন্দ্রগুলির আধুনিকীকরণ করা হচ্ছে।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *