সুপ্রিম শুনানিতে নজর কাড়ল ‘চশমা’, উঠছে একাধিক প্রশ্ন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আর জি কর মামলার সুপ্রিম শুনানিতে নয়া মোড়! একের পর এক রহস্য ঘনীভূত হচ্ছে নির্যাতিতা নিহত তরুণ চিকিৎসকের চশমাকে কেন্দ্র করে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে জমা পড়েছে সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট। সেই রিপোর্ট খতিয়ে দেখেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বিচারপতি চন্দ্রচূড় বলেন,’সিবিআই তদন্তে অনেক গুরুত্বপূর্ণ লিড উঠে এসেছে। তারা তদন্ত চালিয়ে নিয়ে যাক।’ ওই রিপোর্টে জানানো হয়েছে, নির্যাতিতা চশমা পরে থাকার ফলে ক্ষত বেশি হয়েছে।

স্টেটাস রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ঘুমন্ত অবস্থায় সাধারণত কেউ চশমা পরেন না, তাহলে ঘুমন্ত অবস্থায় চিকিৎসকের চোখে চশমা ছিল কেন? একজন যখন ঘুমিয়ে ছিলেন, তখন তাঁকে চশমা পরা অবস্থায় কী করে পাওয়া যেতে পারে? ঘুমিয়ে থাকা অবস্থায় এটা কীভাবে সম্ভব? প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এদিকে, আইনজীবীর তরফে জানানো হয়, সিজার লিস্ট অনুযায়ী জানা গিয়েছে, মৃতের পাশে চশমা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল। আইনজীবী বলেন, হয়তো বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *