📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একদিকে পুজো সামনেই। অন্যদিকে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। উৎসবে ফেরার কথা যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন, তেমনই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে রবিবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।বৈঠকের পরেই সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, ‘এক দিকে পুজো। অন্য দিকে বন্যার ফাঁড়া। প্রতিটি ক্ষেত্রে মানুষের পাশে থাকতে হবে। পুজো বলে বন্যা ত্রাণের কাজে মানুষের পাশ থেকে সরে গেলে হবে না। এটিও একটি সেবা। বন্যাত্রাণে মানুষের পাশে দাঁড়াতে হবে।’
অন্যদিকে, বন্যা নিয়ে সাংবাদিক বৈঠকে ফের কেন্দ্রকে দোষারোপ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কেন্দ্র বন্যায় আমাদের এক পয়সাও দেয়নি। যদিও বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ কেন্দ্রের অধীনে। ফারাক্কা বাঁধও ড্রেজ়িং করা হয় না।’