📝শুভদীপ রায় চৌধুরী, Todays Story: এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে চিঠি দিল আইএমএ। আইএমএ- এর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বহুবার চিকিৎসকদের হুমকি দিচ্ছেন। এটা একপ্রকার ‘থ্রেট কালচার’ এ পরিণত হয়েছে। সোমবার আর জি কর মামলার শুনানির দিন এই বিষয়টিও উত্থাপিত হতে পারে বলেই খবর।
প্রসঙ্গত, যদিও আইএমএ’র এই চিঠি নিয়ে চিন্তিত নন বিধায়ক। তিনি ফের হুমকির সুরেই বলেন, “আইন আমরা তৈরি করি। কোনটা আইনসঙ্গত সেটা ভালো করেই জানি। আমাকে যদি জেলে যেতে হয়, তাহলে ৫০ হাজার লোক নিয়ে জমায়েত করব।” তৃণমূল বিধায়কের সাফ কথা, “অপরাধ না করে যদি শাস্তি পাই, তাহলে ফিরে এসে অপরাধ করতে কুণ্ঠাবোধ করব না।”
উল্লেখ্য, এর আগেও হুমায়ুন কবীর আন্দোলনরত চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। সরাসরি চিকিৎসকদের ‘হুমকি’ দিতেও শোনা গিয়েছে তাঁকে। চলতি মাসেই হুমায়ুন বলেন, “আন্দোলনকারী চিকিৎসকরা দিনের পর দিন কর্মবিরতি পালন করে যাবেন, এই জিনিস আর বরদাস্ত করব না। দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে, পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে।”