📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত ১২ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দীর্ঘদিন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পলিটব্যুরো সদস্য এবং রাজ্যসভা সদস্য ছিলেন। ২০১৫-র ১৯ এপ্রিলে দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
ইয়েচুরি মারা যাওয়ার পর থেকেই কথা উঠেছিল এই পদের দায়িত্ব কাকে দেওয়া হবে সেই নিয়ে। রবিবার দলের কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরোর অন্তর্বর্তীকালীন কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সাধারণ সম্পাদকের পদ এখনও ফাঁকাই পড়ে রইল।
সামনের বছর এপ্রিলে মাদুরাইতে ২৪ তম পার্টি কংগ্রেস হওয়ার কথা। সেখানেই নাকি পরবর্তী সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। এ ক’দিন প্রকাশ কারাটই যাবতীয় দায়িত্ব সামলাবেন।
গেল সপ্তাহের শুক্র ও শনিবার এই নিয়ে মিটিং করা হয়েছিল। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আপাতত নতুন কাউকে সাধারণ সম্পাদকের পদে বসানো হবে না। অভ্যন্তরীণ কো-অর্ডিনেটর হিসেবে প্রকাশই সবটা সামলাবেন।
এমনটা এর আগে হয়নি। সাধারণ সম্পাদক থাকাকালীন কোনও নেতা মারা যাননি। তাই পরিস্থিতি খানিকটা বিড়ম্বনাতেই ফেলেছে সিপিআইএমকে।
ফুসফুসে সংক্রমণ নিয়ে প্রায় একমাস চিকিৎসাধীন ছিলেন সীতারাম ইয়েচুরি। জেএনইউ-তে পড়ার সময়ই সিপিএমের সদস্যপদ নিয়ে পুরো সময়ের জন্য রাজনীতি করার সিদ্ধান্ত নেন। ২০০৫ থেকে ২০১৭, টানা বাংলা থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন।