📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে তদন্তের মাঝেই সপরিবারে বেঙ্কটেশ্বরস্বামীর দর্শনে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।শনিবার তিরুপতি জেলার মন্দির নগরীতে পৌঁছে একাধিক মন্দির দর্শনের পর রবিবার সকালেই স্ত্রী কল্পনাকে সঙ্গে নিয়ে প্রধান বিচারপতি পৌঁছে যান তিরুপতি মন্দিরে।
সূত্রের খবর, গত দু’দিনের সফরে অন্ধ্রপ্রদেশে গিয়েছেন প্রধান বিচারপতি। রবিবার দেশের প্রধান বিচারপতিকে স্বাগত জানান মন্দিরের দেখভালের দায়িত্বে থাকা তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্টের আধিকারিকরা। তাঁদের তরফে এদিন মন্দিরের প্রসাদের পাশাপাশি বেঙ্কটেশ্বরস্বামীর একটি বিগ্রহ প্রধান বিচারপতির হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হয়।