📝শুভদীপ রায় চৌধুরী, Todays Story:দীর্ঘদিন কালী ভক্ত বলেই এলাকায় পরিচিত তিনি। বাড়িতেও জাঁকজমক করে কালীপুজোর আয়োজন করেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। এবার জেলমুক্তির পর প্রথম সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে গেলেন বীরভূমের তৃণমূল সেনাপতি অনুব্রত মণ্ডল। মায়ের পুজো দিলেন। আর চিত্রপটের সামনে আবেগপ্রবণ হতেও দেখা গেল কেষ্টকে।
প্রসঙ্গত, রবিবার মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে সতীপীঠে যান অনুব্রত। প্রার্থনা করার সময় অঝোরে কাঁদতেও দেখা যায় তাঁকে। প্রায় দুই বছর একমাস তিহাড়ে বন্দি ছিলেন অনুব্রত। এমনকি জেলে থাকতে হয়েছে তাঁর মেয়ে সুকন্যাকেও। জেল থেকে বাড়ি ফেরার পর পার্টি অফিস ছাড়া বাইরে কোথাও যেতে দেখা যায়নি বীরভূমের কেষ্টকে। রবিবার সকাল সকালই মেয়েকে সঙ্গে করে চলে আসেন কঙ্কালীতলা মন্দিরে।
উল্লেখ্য, এদিন পুজো দেওয়ার পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, ‘মায়ের কাছে মেয়ে সুকন্যা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পুজো দিলাম।’ এর পাশাপাশি, মায়ের মন্দির সংস্কারের কাজের ব্যাপারেও অনুব্রত বলেন, ‘কঙ্কালীতলায় বেশ কিছু কাজ বাকি আছে। দুর্গাপুজোর পরে সেই সব কাজ শুরু হবে।’