📝শুভদীপ রায় চৌধুরী, Todays Story: প্রতিবারই পুজোর সময় যাত্রীদের সুবিধার জন্য বাড়তি পরিষেবা দেয় কলকাতা মেট্রো। আরও বেশি সময় পাওয়া যায় আপ ও ডাউনে মেট্রো। চলতি বছর পুজোর আগেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং সময়সূচিও প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ। তবে এবছর কর্তৃপক্ষ ট্রেনের টাইম টেবিল প্রকাশের আগেই সমাজ মাধ্যমে ভাইরাল পুজোয় মেট্রোর সময়সূচি। সেখানে রয়েছে, প্রতি বছরের মতো এবারও পুজোর দিনগুলিতে বাড়তি মেট্রো মিলবে। তবে ভাইরাল সময়সূচি নিয়ে মেট্রোর তরফে এখনও কিছু জানানো হহয়নি।
প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় প্রকাশিত মেট্রোর সময়সূচি অনুযায়ী, ৭ থেকে ১৩ অক্টোবর, একসপ্তাহ মেট্রো পরিষেবার সময় বদল হচ্ছে। চতুর্থী থেকে দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত রুটে চলবে বাড়তি মেট্রো। অন্যদিনগুলিতে সকাল ৬.৫০ থেকে রাত ৯.৪০ পর্যন্ত মেট্রো পাওয়া যায়। চতুর্থী ও পঞ্চমীর দিন রাত ১০টা ৪০ পর্যন্ত চলবে মেট্রো। আর ষষ্ঠীর দিন, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলবে রাত ১২ টা পর্যন্ত।
উল্লেখ্য, সপ্তমী থেকে দশমী প্রতিবার মেট্রো পরিষেবা শুরু হয় দুপুর থেকে, চলে সারারাত। এবারও ব্যতিক্রম হচ্ছে না বলেই দাবি ওই টাইম টেবিলে। সপ্তমী আর মহাষ্টমী ও নবমীর দিন ব্লু লাইনে মেট্রো চলবে দুপুর ১টা থেকে ভোর ৪টে। এবছর যেহেতু অষ্টমী আর নবমী একই দিনে, তাই এই পরিষেবা পাওয়া যাবে দুদিন। দশমীর দিন দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত তলবে মেট্রো।
এবারও পুজোয় বাড়তি মেট্রো পরিষেবা, ভাইরাল সূচি নিয়ে কি জানাল রেল কর্তৃপক্ষ
