📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চাকরি গেল সাংসদ এবং বিধায়কদের ! এবার ছুটি ! রোগী কল্যাণ সমিতির মাথায় আর জন প্রতিনিধি নয়। দায়িত্বে হাসপাতালের অধ্যক্ষরা। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরজি করের ঘটনা নিয়ে জুনিয়র ডাক্তারদের ধর্না চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হবে। নতুন করে ওই সমিতি গঠন হবে। সেই কথা অনুযায়ী বৃহস্পতিবার তিনি জানালেন, এখন থেকে সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন ওই হাসপাতালগুলির অধ্যক্ষেরাই। অর্থাৎ, কোনও রাজনৈতিক নেতাকে আর কোনও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বে দেখা যাবে না।
বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য সংক্রান্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার পরে তিনি জানান, রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করা হচ্ছে। সমিতিতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদের এক জন করে প্রতিনিধি থাকবেন। নার্সদের এক জন প্রতিনিধি থাকবেন। হাসপাতালের সুপারও এই সমিতির সদস্য হিসাবে থাকবেন। এ ছাড়াও থাকবেন এক জন করে জনপ্রতিনিধি।