ঘোড়ায় শুরু, গাঁধায় শেষ! এবার ট্রাম নিয়ে মুখ খুললেন পরিচালক অনীক


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতার বুকে স্তব্ধ হতে চলছে ট্রাম। বদলাতে চলেছে কলকাতার ইতিহাস। আবেগতাড়িত শহরবাসী। জোর তরজা চলছে ট্রাম নিয়ে। এবার ট্রাম বন্ধ নিয়ে রাজ্য সরকারকে ঝাঁঝালো আক্রমণ শানালেন পরিচালক অনীক দত্ত। ইতিমধ্যেই শহরের ঐতিহ্য ১৫১ বছরের ট্রামকে বাঁচাতে পথে নেমেছে সাধারণ মানুষ। তার মধ্যে অনীক দত্তের একটি পোস্ট ভাইরাল সোশ্যালে| পরিচালক লিখেছেন , ‘কলকাতার ঐতিহ্যবাদী ট্রাম শুরু করেছিল ঘোড়া! আর শেষ করল গাধারা।’

error: Content is protected !!