বাংলা সিনেমা, ‘ শিব জ্ঞানে লক্ষ্মীলাভ’

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ওটিটির হাতছানি। সিনেমা হলে যেতে অনীহা। অনেক সময় আবার বাংলা সিনেমা স্ক্রিন পায় না। অভিযোগ শিল্পী – পরিচালক বৃন্দের। আর তো রয়েছে নানা সমস্যা। তারই মধ্যে লড়াই করে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার প্রয়াস। এই জেদ নিয়ে কাজ করে চলেছেন শিবপ্রসাদ।

বাংলা সিনেমার পাশে দাঁড়ান’, এই মুহূর্তে বাংলা সিনেমা নিয়ে এটাই বহুলপ্রচলিত শব্দবন্ধ। কারণ, দর্শক কমে যাচ্ছে। তা ছাড়া, গত কয়েক মাসে টলিউডে টালমাটাল অবস্থা। কখনও ফেডারেশনের সঙ্গে পরিচালকদের দ্বন্দ্ব। কখনও আবার টেকিনিশিয়ানদের ক্ষোভ পরিচালকদের বিরুদ্ধে। এর মাঝে নতুন নিয়ম জারি করেছে ইম্পা। প্রযোজকদের ছবিপিছু পাঁচ লক্ষ টাকা জমা দেওয়ার কথা জানানো হয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় শুরু হয়েছে চাপানউতর। বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও এ সবের মাঝেই যেন সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত হল উইন্ডোজ় প্রযোজনা সংস্থার। আগামী ৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘বহুরূপী’। এখনও অগ্রিম বুকিং শুরু হয়নি এই ছবির। কিন্তু, বাংলা সিনেমার এই মন্দার বাজারেও ছবিমুক্তির আগেই ৫০ লক্ষ টাকা আয় করে ফেলল প্রযোজনা সংস্থা। জানালেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *