📝শুভদীপ রায় চৌধুরী, Todays Story: বর্তমানে আধার কার্ড ও প্যান কার্ড ছাড়া মানব জীবন অচল। ভারতীয় নাগরিক হিসাবে নিজের পরিচয় প্রমাণ করতে এই সমস্ত নথি থাকা বাধ্যতামূলক। তবে এই তথ্য একবার ফাঁস হয়ে গেলেও মানুষের জীবনে ঘটতে পারে বিপদ। একদিকে যেমন আর্থিক প্রতারণার শিকার হতে পারেন, তেমনই আবার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অপরাধীরা কোনও অপরাধ করতে পারে। তাই আধার- প্যান কার্ডের তথ্য সুরক্ষিত রাখা দরকার। এতদিন ধরে এমন বেশ কিছু ওয়েবসাইট ছিল, যারা বিনা অনুমতিতে আধার কার্ড ও প্যান কার্ডের তথ্য সংগ্রহ করছিল। জনগণকে রক্ষা করতেই এবার বড় পদক্ষেপ নিল মোদী সরকার। বন্ধ করে দেওয়া হল এই সংক্রান্ত একাধিক ওয়েবসাইট।
প্রসঙ্গত, বৃহস্পতিবার এনডিএ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, একাধিক এমন ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে যেখানে ভারতীয়দের গোপনীয় তথ্য ফাঁস করে দেওয়া হচ্ছিল। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের তরফেই এই পদক্ষেপ করা হয়েছে বলেই খবর।
এর পাশাপাশি, কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে, সম্প্রতিই মেইটি-র নজরে আসে বেশ কিছু ওয়েবসাইটে ভারতীয়দের আধার কার্ড, প্যান কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হচ্ছিল। এরপরই সাইবার সুরক্ষা বজায় রাখতে কেন্দ্রের তরফে কয়েকটি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কোন ওয়েবসাইটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, সেই বিষয়ে এখনও কোন তথ্য জানানো হয়নি।
উল্লেখ্য, আধারের নিয়ামক সংস্থা, ইউআইডিএআই-র তরফে এই বিষয়ে পুলিসেও অভিযোগ জানানো হয়েছে। যদি কারোর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়, তবে তথ্য প্রযুক্তি আইনের অধীনে অভিযোগ জানাতে বলা হয়েছে কেন্দ্রের তরফে।
আধার-প্যান কার্ডের তথ্য ফাঁস হয়ে যাচ্ছে! দেশের নাগরিক সুরক্ষায় বড় পদক্ষেপ মোদী সরকারের
