শিক্ষক বদলি নিয়ে সুপ্রিম রায়ে বাড়ল SSC র অধিকার!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যের শিক্ষকদের বদলি নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। এত দিন বদলি নিয়ে নানা দাবি ছিল শিক্ষকদের। তবে, এদিন বৃহস্পতিবার বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছে শিক্ষকদের বদলি প্রসঙ্গে। শিক্ষকদের বদলি প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যদি এসএসসি চায় তবে শিক্ষকদের যেকোনও জায়গায় বদলি করতে পারে।

মূলত শিক্ষকদের প্রশাসনিক বদলির একটা নিয়ম আগে কার্যকর করা হয়েছিল। অর্থাৎ ১০এর সি ধারা। সেই ধারা অনুসারে রাজ্য সরকার চাইলে যে কোনও শিক্ষককে যেকোনও জায়গায় বদলি করতে পারে। তবে এক্ষেত্রে যাবতীয় সিদ্ধান্ত নিতে পারে সরকার। এখানে এসএসসির কোনও ভূমিকা এতদিন ধরে ছিল না। তবে এবারের রায়ে বলা হয়েছে এসএসসি প্রয়োজন মনে করলে যেকোনও শিক্ষককে রাজ্যের যে কোনও জায়গায় বদলি করতে পারে। তবে সকলকেই যে বদলি করা যাবে এমনটা নয়। কিছু ক্ষেত্রে এই বদলির ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে। অর্থাৎ কোনও দৃষ্টিহীন শিক্ষক থাকলে তিনি বদলির ক্ষেত্রে ছাড় পেতে পারেন। আবার কোনও শিক্ষকের যদি শারীরিক কোনও সমস্যা থাকে তবে তিনিও এই বদলির নির্দেশ থেকে ছাড় পেতে পারেন। তবে অন্যান্য শিক্ষকদের প্রয়োজনে যে কোনও জায়গায় বদলি করতে পারবে এসএসসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *