নয়ের মধ্যে পরাজিত ছয় ! অনুপস্থিত শুভেন্দু

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গতকাল বিধাননগরে বিজেপির রাজ্য দপ্তরে দলের কোর কমিটির বৈঠক বসেছিল। এই বৈঠকে উপস্থিত ছিলেন ১৪ জন সদস্য। উল্লেখযোগ্য ভাবে দেখা যায়, উপস্থিত সদস্যদের মধ্যে ৯ জন গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু এই ৯ জনের মধ্যে ৬ জনই পরাজিত হয়। যার মধ্যে বিগত মোদী মন্ত্রী সভার দুজন হেভিওয়েট মন্ত্রী সুভাষ সরকার এবং নিশীথ প্রামাণিক -কে জনতা কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছে, তাদের নিজ কেন্দ্রে।

এই প্রসঙ্গে শাসক দলের এক নেতা বলেন – মানুষের সমর্থন নেই, হেরো কমিটি -র মিটিং করে কি হবে। বিজেপি -র কোনো জন ভিত্তি নেই। প্রসঙ্গত, আজকের বৈঠকে অনুপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

error: Content is protected !!