২৬৭ বছরের দ্বিভুজার অভয়ারূপ, ভবানীপুর মিত্র বাড়ি


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে অনতিদূরে ভবানীপুর মিত্রদের ১৩ নম্বর বাড়ি। স্বপ্নাদেশে পাওয়া এই বাড়ির দেবী দ্বিভুজা। বাকি আটটি হাত চুলের পেছনে লুকোনো। একচালার সাবেকি প্রতিমার সিংহটি ঘোটক আকৃতির। মহাষ্টমীতে কুমারীপুজো, মহানবমী সধবাপুজো এবং দশমীর দিন অপরাজিতা পুজো হয়। দেবী বিসর্জনের আগে বাড়ির গৃহকর্ত্রী নিজের মাথার চুল প্রতিটি প্রতিমার পায়ে বেঁধে দেন। কারণ, দেবী যেন আগামী বছরও এই গৃহেই ফিরে আসেন।