আইআইটি খড়্গপুরে স্বজনপোষণের অভিযোগে হাওয়া গরম

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৫ বছর ধরে চলে আসছে স্বজনপোষণ। এবার এমনই অভিযোগ উঠল আইআইটি খড়্গপুরে। স্বজনপোষণের অভিযোগে সরব হয়েছেন শিক্ষকদেরই একাংশ। আইআইটি খড়গপুর শিক্ষক সমিতি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তারা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। আর এনিয়ে শিক্ষকেরা মূলত কাঠগড়ায় তুলেছেন প্রতিষ্ঠানের বর্তমান অধিকর্তা ভিকে তেওয়ারিকে।

যদিও আইআইটি কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য যোগ্য সদস্য নিয়ে গঠিত একটি প্যানেল সবরকমের সিদ্ধান্ত নেয়। এখানে ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগের কোনও জায়গা নেই। আসলে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য এই চিঠি বলে মনে করছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *