অপহৃত বিএসএফ জওয়ান, বাংলা থেকে নিয়ে যাওয়া হল বাংলাদেশে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এপার বাংলায় প্রবেশ করে বিএসএফ জওয়ানকে অপহরণ করে মিথ্যা অভিযোগে বিজিবির হাতে তুলে দিল ওপার বাংলার দুষ্কৃতীরা। মঙ্গলবার বিএসএফ-এর তরফ থেকে ঘটনার কথা প্রকাশ্যে আনা হয়। তারা জানায়, বাংলাদেশি দুষ্কৃতীদের ১৫-২০ জনের একটি দল ভারতীয় ভূখণ্ডে ঢুকে ওই জওয়ানকে অপহরণ করে। এরপর তাঁকে বাংলাদেশে ধরে নিয়ে যাওয়া হয়। প্রতিবেশী রাষ্ট্রের আধাসেনার হাতে ওই বিএসএফ জওয়ান ছ’ঘণ্টারও বেশি সময় ধরে আটক হয়ে ছিলেন।
বিএসএফ-এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের পক্ষ থেকে এই ঘটনা প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্ত সুরক্ষার চরম লঙ্ঘন করে এক বিএসএফ জওয়ানকে অপহরণ করা হয়। ঘটনার সময় ওই জওয়ান ভারতীয় ভূখণ্ডের অন্তর্গত দক্ষিণ দিনাজপুরের বিরাল সীমান্ত লাগোয়া এলাকায় রোজের মতোই টহলদারির কাজ করছিলেন। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া ১৫-২০ জনের একটি দুষ্কৃতী দল এই অপকর্ম ঘটায়।’বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বিজিবি-র সঙ্গে সেক্টর কমান্ডারস্তরের আধিকারিকদের সঙ্গে বিএসএফ-এর ফ্ল্যাগ মিটিংয়ের পরই ওই জওয়ানকে মুক্ত করা হয়।

এই ঘটনায় বাংলাদেশি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ভুল ও বিভ্রান্তিমূলক খবর পরিবেশনের অভিযোগ উঠছে। কারণ, তাদের পক্ষ থেকে প্রচার করা হয়, ওই বিএসএফ জওয়ান নাকি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। সেই কারণেই তাঁকে আটক করা হয়েছিল।

error: Content is protected !!