দেড় বছর পর পার্টি অফিস পা পড়ল কেষ্টর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অনুব্রত মন্ডল তিহারের বাইরে বেরতেই যেন এক নিমেষে পাল্টে গেল বীরভূম জেলার রাজনীতির প্রেক্ষাপট। ভোল বদলালো বোলপুরের পার্টি অফিসেরও। প্রায় এক বছর ছয় মাস পর পার্টি অফিসে পা পড়ল কেষ্টর। তার আগমনের খবর পেয়েই শুরু হয়েছিল পার্টি অফিস পরিষ্কার করে ঝাঁ চকচকে করার কাজ। বুধবার সকালেই গোটা পার্টি অফিস জুড়ে টাঙিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মন্ডলের ছবি।

শরীর অসুস্থ থাকা সত্ত্বেও বুধবার বিকেলে দলীয় কার্যালয় যান অনুব্রত মণ্ডল। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুরের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, তৃণমূল নেতা আবদুল মান্নান-সহ শতাধিক কর্মী সমর্থক ও অনুগামীরা। এখন থেকে প্রায় প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য তিনি দলীয় কার্যালয় আসবেন বলে জানা গিয়েছে।

error: Content is protected !!