‘ভয় পেয়েছে TMC ‘, হাজরার সভা থেকে গর্জন শুভেন্দুর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আর জি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে লাগাতার আন্দোলনে চালিয়ে যাচ্ছে বিরোধী দল বিজেপি। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে থানা ঘেরাও থেকে শুদ্ধিকরণ সবটাই হয়েছে। একই সঙ্গে পুলিশ মন্ত্রী – স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে লাগাতার চলছে প্রতিবাদ সভা থেকে ধর্না কর্মসূচি। ধর্মতলায় টানা ধর্না কর্মসূচির পর বুধবার কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। হাজরা মোড়ে করা হয় পথসভা। সেই সভা থেকেই একবার সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, তৃণমূল বিজেপির আন্দোলনে ভয় পেয়েছে।

শুভেন্দু বলেন, “দফা এক, দাবি এক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। এই দাবিকে সামনে রেখে আমাদের আন্দোলন। যাতে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বলেই তারা জানে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে হবে। কারণ, ভারতীয় জনতা পার্টি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় ক্ষতবিক্ষত হয়েছে। মগরাহাটের প্রার্থী মানস শ সহ আমাদের ৫৭ জন কর্মী আত্মবলিদান দিয়েছেন। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে আমাদের ৩৭ জন কর্মী আত্মবলিদান দিয়েছেন। লোকসভা নির্বাচনের পরে আমাদের পাঁচজন কর্মী আত্মবলিদান দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি হাজারে হাজারে কর্মী ঘরছাড়া হয়েছেন। রাজ্যের বাইরে তাঁদের গিয়ে আশ্রয় নিতে হয়েছে। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে জেতা প্রার্থীদের বিহারে, অসমে, ঝাড়খণ্ডে ও ওড়িশায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে। তারপরও আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যেভাবে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সহ সভাপতি ও সাংসদ জগন্নাথ সরকার, রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী সামনে থেকে দাঁড়িয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তা দেখে চমকে গেছে তৃণমূল। বিজেপিকে ওরা ভয় পেয়েছে বলেই লাগাতার আক্রমণ করে চলেছে। কিন্তু, আমরা সমস্ত আক্রমণের মোকাবিলা করে লড়াই চালিয়ে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *