📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উৎসবের মরশুমে কিংবা বিশেষ বিশেষ দিনে যখন সাধারণ মানুষের ঢল নামে রাস্তায় তখন চাপ বাড়ে পুলিশ কর্মীদের। পরিবার পরিজন ভুলে নিজেদের সুবিধা অসুবিধা গুলোকে বিশেষ গুরুত্ব না দিয়ে সামলাতে হয় বাড়তি দায়িত্ব। করতে হয় ডিউটি। পুজোর সময়ও তাদের কোনো ছুটি নেই। তার ওপর এ বছর আর জি কর কাণ্ডের জেরে উত্তাল গোটা রাজ্য। পথে সব মহল। ফলে নিরাপত্তার বিষয়টিতেই এখন বেশি করে জোর দিচ্ছে প্রশাসন। এই মর্মে মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া আগামী ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ছুটি নিতে পারবেন না পুলিশকর্মী এবং পুলিশ আধিকারিকেরা। জরুরি প্রয়োজন ছাড়া এই সময়ের মধ্যে ছুটির আর্জিও মঞ্জুর করা হবে না বলে জানানো হয়েছে।
১ মাস ৭ দিন! নেই ছুটি, টানা কাজ করে যেতে হবে পুলিশকে, জারি বিজ্ঞপ্তি
